আড়াইহাজারে যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

শিবচরে সাপের কামড়ে অন্তঃসত্ত্বার মৃতু্য কাপ্তাইয়ে একজনের আত্মহত্যা মৌলভীবাজারে জলাশয় দখল নিয়ে সংঘর্ষে আরও একজনের মৃতু্য

প্রকাশ | ৩০ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে একজন গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতু্য, রাঙামাটির কাপ্তাইয়ে এক ব্যক্তির আত্মহত্যা ও মৌলভীবাজারে জলাশয় দখল নিয়ে সংঘর্ষে আরও একজনের মৃতু্যর খবর পাওয়া যায়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসমা আক্তার (২৫) নামে একজন গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আমজাদ হোসেন (৩০) ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত আসমা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার ফালু মিয়ার মেয়ে এবং তার স্বামী মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত কবির হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে নিহতের শ্বশুরবাড়িতে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বড় বোন উম্মে হাবিবা জানান, 'প্রায় ৭ বছর আগে আমজাদের সঙ্গে আসমার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আমজাদ মোটা অঙ্কের টাকা যৌতুক দাবিতে আসমাকে শারীরিক নির্যাতন করতেন। গত ঈদুল আজহার পরও আসমাকে মারপিট করে যৌতুকের জন্য তার পিত্রালয়ে পাঠিয়ে দিলে সেখান থেকে নগদ দেড় লাখ টাকা দেয়। এর আগেও প্রায় দুই ভরি স্বর্ণালংকার বিক্রি করে টাকা নষ্ট করেন আমজাদ। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট না হয়ে আসমার ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যায় আমজাদ এবং তার পরিবার আসমাকে একই কারণে মারধর ও শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য ঘরে এক পেকেট বিষাক্ত দ্রব্য (স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) এনে টেবিলের ওপর রেখে দেয়। কিন্তু বড়ির পেকেটটি ছিল অক্ষত। আমজাদের পরিবার লোক দেখানোর জন্য আসমাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন। কিন্তু আমজাদ তাকে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালে নিলে সেখানকার ডাক্তার আসমাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন সহকারী শিক্ষকা উম্মে হাবিবা জানান, 'আমার বোনের ঠোঁটে কাটা দাগসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে এবং তার পরনের জামা কাপড় ছিঁড়া রয়েছে। আমার বোনকে হত্যা করা হয়েছে।' আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃতু্যর কারণ জানা যাবে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলায় সাপের কামড়ে তানিয়া (২৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃতু্য হয়েছে। গত রোববার রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া একই গ্রামের সৌদি প্রবাসী দিলু মলিস্নকের স্ত্রী ও এক সন্তানের জননী এবং ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জানা যায়, রাতে তানিয়া বসতঘরের দরজা খুলে বাইরে বের হতেই একটি সাপ তাকে কামড় দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডংনালায় গলায় ফাঁস দিয়ে চিংসুইমং মারমা (৪৩) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার সুইক্যমং মারমার ছেলে। গত রোববার রাতে ডংনালা নিজ বাড়িতে আত্মহত্যা করেন। ঘটনা নিশ্চিত করেছেন ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ইউপি চেয়ারম্যান জানান। চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা করা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযোগ না থাকলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবেন। স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে সরকারি খাস জলাশয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছে। সোমবার স্থানীয় একটি হাসপাতালে মারা যায় রেদোয়ান আহমদ (১৭) নামের এক কিশোর। সে উপজেলার পূর্ব খলিলপুর এলাকার খালিছ মিয়ার ছেলে। এ নিয়ে ওই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ৫জনকে আটক করেছে। রেদোয়ান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মিলন মিয়া। উলেস্নখ্য, ওই ইউনিয়নের পূর্ব লামুয়া (কর্মদপুর) গ্রামে জলাশয় দখল নিয়ে গ্রামের এমদাদুল হক লেফাস ও আনর মিয়া পক্ষের মধ্যে গত শনিবার সংঘর্ষ হয়। এতে ওই দিনই নোমান মিয়া নামের এক যুবক মারা যান।