সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ -আসাদ এমপি

প্রকাশ | ৩০ জুলাই ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীর পবায় স্থানীয় ইমাম ও মুয়াজ্জেমদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ এমপি -যাযাদি
সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যুবসমাজকে নাশকতা এবং মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জেমদের সহায়তা চাইলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। যুবসমাজকে যাতে কেউ বিপথগামী করতে না পাওে, সে জন্য ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। গত রোববার রাজশাহীর পবায় স্থানীয় ইমাম ও মুয়াজ্জেমদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন পবা মডেল মসজিদ চত্বরে সন্ত্রাস, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিয়ে প্রতিরোধ, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ সময় তিনি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বলেন, 'ইমামরা সমাজে সম্মানিত মানুষ। আপনাদের মতামত উপদেশ একটি সমাজকে সঠিক পথে রাখতে সহায়ক হিসেবে কাজ করে। আর এই সমাজে শান্তি শৃঙ্খলা, উন্নয়ন বজায় রাখা আপনার-আমার সবারই দায়িত্ব ও কর্তব্য। কোটা আন্দোলন ইসু্যর ওপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যাতে অপরাজনীতি করতে না পাওে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।' সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, 'কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য করেছে, জাতি এতে স্তম্ভিত। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডের কারণে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। ঢাকাসহ সারাদেশে সন্ত্রাসীচক্র যে নারকীয় ধ্বংষযজ্ঞ চালিয়েছে, তা দেখে দেশবাসী স্তম্ভিত। দেশপ্রেমী মানুষের চোখে পানি আসার মতো চিত্র সবখানে। বিএনপি-জামায়াত চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ এই ধ্বংসলীলা।' ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন ও পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরওয়ার্দী হোসেন। মতবিনিময় সভায় পবা উপজেলার ইমাম ও মুয়াজ্জেমরা উপস্থিত ছিলেন।