দুই জেলায় নাশকতা মামলায় হেফাজত ইসলাম ও বিএনপি কর্মী গ্রেপ্তার
প্রকাশ | ৩০ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় ও বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় কোটাবিরোধী আন্দোলনে সহিংস ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের কর্মী মো. আলীকে (৩১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকা থেকে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. আলী ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে ও হেফাজত ইসলামের কর্মী বলে পুলিশ জানায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, হেফাজত কর্মী মো. আলী চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাস্থ আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক ছাত্র। চকরিয়ায় কোটাবিরোধী আন্দোলনে মিছিলে সে অংশ নেয়। ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রপ্তার করা হয়। প্রসঙ্গত গত ২২ জুলাই সম্প্রতি সময়ে কোটাবিরোধী আন্দোলনে সহিংস ঘটনার দায়ের করা মামলায় ছাত্রদল, শিবির ও হেফাজত কর্মীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়া থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে মিন্টু প্রামানিক (৬০) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মিন্টু দুপচাঁচিয়া পৌর এলাকার বড়ধাপ মহলস্নার লয়েজ প্রামাণিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বিএনপি কর্মী মিন্টুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় নাশকতা মামলা রয়েছে।