বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:৩৪
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।

তিনি বিমানবন্দরে ওহ অরফ :ড় ঈরারষ চড়বিৎ-এ কর্মরত বিমান বাহিনীর সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উলেস্নখ্য যে, দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহায়তার জন্য দেশের অন্যান্য বিমানবন্দরের ন্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর 'ছঁরপশ জবধপঃরড়হ ঋড়ৎপব'-এর সদস্যরা সর্বদা কর্মরত রয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সার্বিক নির্দেশনায় বিমান বাহিনীর প্রতিটি সদস্য দেশের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় এবং দেশমাতৃকার সেবা করতে সদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বিমান বাহিনীর সদস্যরা চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ইস্টার্ন রিফাইনারি, বিভিন্ন ফুয়েল ডিপো (পদ্মা অয়েল, মেঘনা অয়েল) ইত্যাদি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত টহল এবং নিরাপত্তা সহায়তা প্রদান করছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সদরের পরিচালকরা এবং ঘাঁটির কর্মকর্তা ও বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে