বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চলমান ইসু্যতে উদ্বেগ ঢাবি'র ইংরেজি বিভাগের শিক্ষকদের

ঢাবি প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:২৯
চলমান ইসু্যতে উদ্বেগ ঢাবি'র ইংরেজি বিভাগের শিক্ষকদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষকরা বৈষম্যমূলক নিয়োগ নীতির বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের জেরে ঘটা সহিংসতায় অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেপ্তার এবং ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে হাসনাত আবদুলস্নাহসহ আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি করেছেন তারা।

রোববার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের মাধ্যমে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জেরিন আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা, বৈষম্যমূলক নিয়োগ নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জেরে অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেপ্তার ও ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ছাত্র মো. আবুল হাসনাত (ওরফে হাসনাত আবদুলস্নাহ) গ্রেপ্তার হওয়ায় আমরা বিশেষভাবে বিচলিত। আমরা আবদুলস্নাহসহ আটক অন্য ছাত্রদের অবিলম্বে মুক্তির আহ্বান জানাই। আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সংযম দেখানোর এবং যারা আটক হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি এবং আশা করি আলোচনার মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে