ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই কন্যা সন্তানসহ স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
নিহতরা হলেন- মো. সোহাগ মিয়া (৩২), জান্নাত বেগম (২৪), ফারিয়া আক্তার (৪) ও সাদিয়া আক্তার (২)।
খবর পেয়ে রোববার বেলা ১১টায় নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নবীনগর বিজয় পাড়ার আমির মিয়ার ছেলে নবীনগর বাজারের কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে নবীনগর বিজয় পাড়ায় বসবাস করতেন। শনিবার সন্ধ্যায় সোহাগ মিয়া ব্যবসায়িক কাজ শেষে স্ত্রী জান্নাতকে নিয়ে নবীনগরের রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় যান। রোববার সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা দরজায় নক করেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে সবার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানিয়েছেন, তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। তাহলে কেন এমন মৃতু্য এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে এটা কি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা।