বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:২৫
সংবাদ সংক্ষেপ

প্রতিষ্ঠাবার্ষিকী

ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, জেলা পরিষদ সদস্য পিযারা ফারুক বক্তিয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকরুল ইসলাম।

টিটিসি পরিদর্শন

ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব?ু্যরোর মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহমদ মোজাফফর। শনিবার কালিহাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের সময় ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব?ু্যরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মো. হাসান আল কামাল, কালিহাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'র অধ?্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা ইয়াসমিন। বতর্মানে ৩টি ট্রেড এ নিয়মিত প্রশিক্ষণ করছে ১০৫ জন প্রশিক্ষণার্থী।

আলোচনা সভা

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার দিবসটি উপলক্ষে মধ্য বাজারের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলালের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফেরদৌস আহাম্মেদ খান, মাস্টার দিদারুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।

মৃতু্যবার্ষিকী পালন

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ৬ষ্ঠ মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল।

সভা অনুষ্ঠিত

ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। এ ছাড়া ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার আরশাফুল আলম।

সমন্বয় সভা

\হসালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মাসিক অগ্রগতি, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা ও বিভাগীয় অন্যান্য সেবা এবং কার্যক্রম বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. মো. জুবায়ের হোসেন, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. হাসানুজ্জামান সবুজ।

উপকরণ বিতরণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১ম কিস্তির উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের অংশ হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে কম্পিউটার প্রিন্টার, একটি স্টিলের আলমারি ও দুটি করে সিলিং ফ্যান বিতরণ করা হয়। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কানজিলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম লাটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতিসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা।

ওয়ার্ড সম্মেলন

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে রান্ডিলা কেজি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

গোপালনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কফিল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক আরিফুর রহমান, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মেম্বর, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, নাসির উদ্দিন, মাসুদ পাঠান, বায়োজিত প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নে বীর আহম্মদপুর গ্রামের মধ্যে মৎস্য চাষিদের উওম মৎস্য চাষ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মৎস্য চাষিদের উত্তম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মনোহরদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন।

দোয়া মাহফিল

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন আসাসের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার টঙ্গীর জামাই বাজার বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. মোয়াজ্জেম হোসেন। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুলস্নাহ আল হাতেম, টঙ্গী থানা শ্রমিক লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. মুকবুল হোসেন।

\হ

অ্যাওয়ার্ড অর্জন

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবর্তক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন দাশ (এআইপি) রাজনীতি ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন। গত ১৯ জুলাই ভারতের কলকাতার জোড়া সাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র মঞ্চে স্বপন দাশকে অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ও উদ্যান উন্নয়ন মন্ত্রী অরুপ রায় তাকে এ সম্মাননা প্রদান করেন। ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি এই মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড সম্মানে স্বপন দাশকে সম্মানিত করেছেন। এর আগে গত ৭ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (এআইপি) সম্মাননাস্বরূপ স্বপন দাশকে পদক প্রদান করেন।

বীজ বিতরণ

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২/২০২৪-২৫ উপশূ আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় এ সময় কৃষি উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।

এ সময় ছিলেন ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম, ওসি তদন্ত চম্পক দামসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যন ও সুবিধাভোগী নির্বাচিত কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে