আশাশুনি ও বকশীগঞ্জে উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:২৩
স্বদেশ ডেস্ক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ও সদর ইউনিয়ন এবং জামালপুরের বকশীগঞ্জের নিলাখিয়া ইউপির উপনির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩ প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ জন সর্বমোট ৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলী সোহাল জুয়েল।
এর মধ্যে খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা পেয়েছেন আনারস ও যুগ্ম সম্পাদক রমজান আলী মোড়ল পেয়েছেন মোটর সাইকেল।
অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ জন প্রার্থীর মধ্যে শ্রীকলস গ্রামের শাহানারা পারভীন তালগাছ প্রতীক, মানিকখালী গ্রামের সালেহা পারভীন কলম প্রতীক, আশাশুনি দক্ষিণপাড়া গ্রামের মোমেনা খাতুন বক প্রতীক, রাহেনা পারভিন বই প্রতীক ও সুবর্ণা সানা পেয়েছেন মাইক প্রতীক।