বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

গুলি ও গুলির খোসা উদ্ধার
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:২৩
চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় জয় ফিলিং স্টেশন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পুলিশ সংঘর্ষস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা গেছে, নালুয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতভাই (হোসেনআলী) গ্রম্নপ ও বিপস্নব ফকির (তারিকুল ইসলাম) গ্রম্নপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় জয় ফিলিং স্টেশন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় মিলু শেখ (২০), মহিদুল ইসলাম (৩৫), জসিম শেখ (২৮) ও নুর ইসলাম (৩০) আহত হন। আহতদের রাতেই চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

সাতভাই গ্রম্নপের হোসেন আলী শেখ বলেন, 'আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিপস্নব ফকির গ্রম্নপের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় বিপস্নব ফকির ও তার ভাই জুয়েল ফকিরের নেতৃত্বে একদল লোক আমাদের লোকজনের ওপর দফায় দফায় হামলা চালায়।

এ সময় তাদের হামলায় আমার পক্ষের ৪ জন লোক আহত হয়েছে।'

বিপস্নব ফকির গ্রম্নপের তারিকুল ইসলাম বিপস্নব বলেন, 'শর্টগানের লাইসেন্স আমার নামে। আমার গানের বরাদ্দকৃত গুলি ঠিকই আছে। ওখানে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। আমার ভাইপো ডালিম ফকিরকে মারপিট নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমি উভয় পক্ষকে ঠেকিয়েছি। মুরব্বি পর্যায়ে কথাবার্তা চলছে। বিষয়টি মীমাংসা হয়ে যাবে।'

চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় সংঘর্ষস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে