যশোরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এদিকে, পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রসহ দুইজন, চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে একজন, কুড়িগ্রামের রাজারহাটে ডোবার পানিতে পড়ে শিশুর মৃতু্য হয়েছে। এছাড়াও, নরসিংদীর বেলাবোতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাহতে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে হুদাপাড়া জামে মসজিদ এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওরফে খোকন (২৮) পৌর এলাকার ৮নং ওয়ার্ডের হুদাপাড়া মহলস্নার মৃত আব্দুল মুজিদের ছেলে। এ ঘটনায় ৬ জনের নামে মামলা হলে অভিযুক্ত আবদুল মালেক নামে একজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে হুদাপাড়া মহলস্নার বাসিন্দা আলী হোসেন খোকনের সঙ্গে একই মহলস্নার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেনসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, তারই জের ধরে ওইদিন রাতে মহলস্নার জামে মসজিদ সংলগ্ন জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে একা পেয়ে প্রতিপক্ষরা উপর্যুপরি ছুরিকাহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন জানান, 'প্রায় এক বছর আগে মামা খোকনের মানসিক সমস্যা দেখা দেয়। বর্তমানে তিনি সুস্থ। কিন্তু গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময়ই পাগল বলে ডাকত।
শনিবার দুপুরে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।'
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাতেই ৬ জনের নামে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ একটি ঘটনায় এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। দ্রম্নতই হত্যার মূল রহস্য উদ্ঘাটন হবে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে এক স্কুলছাত্রসহ দুইজনের মৃতু্য হয়েছে। রোববার দুপুরে দুই বন্ধুর সঙ্গে সদর উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নামে পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড় মহলস্নার বাবুল হোসনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪)। তিনজনের কেউই সাঁতার না জানায় সবাই তলিয়ে যেতে শুরু করে। এ সময় দুই বন্ধু উঠতে পারলেও তলিয়ে যায় তামিম। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তামিমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রোববার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যাওয়ার পথে এক পর্যায়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে মারা যান কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালেশ্বরপাড়া গ্রামের দিলজান নেছা (৭৫)।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ ও বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে চলনবিলে নৌকা ভ্রমণে আসা মানিক জান (৯৮) নামের এক পর্যটকের মৃতু্য হয়েছে। একই সময় জোসনা বেগম (৫৫) ও সিহাব উদ্দিন (১২) নামের দুই পর্যটকও গুরুত্বর আহত হন। রোববার দুপুরে উপজেলার চলনবিল অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত মানিক জান উপজেলার খুবজীপুর চরপাড়া গ্রামের মৃত-মোজা সরদারের স্ত্রী।
জানা যায়, সকাল দশটায় খুবজীপুর এলাকার নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় প্রায় ১৫০-২০০ জন চলনবিলের তিষি খালি মাঝারের উদ্দেশে রওনা হন। এ সময় নৌকায় থাকা বেশিরভাগ মানুষ ছাদে উঠে যাচ্ছিলেন। চলনবিলের মাঝামাঝি একটি স্থানে গিয়ে অতিরিক্ত ওজন হওয়ায় নৌকার ছাদ ভেঙে পড়ে, নিচে থাকা যাত্রীদের ওপর। এ সময় ছাদের নিচে থাকা মানিক জান ঘটনাস্থলেই মৃতু্যবরণ করেন এবং দুইজন গুরুত্বর আহত হন।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে ডোবার পানিতে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের রাজু মিয়ার ৫ বছরের শিশু পুত্র জিহাদ খেলতে গিয়ে বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন তার ভাসমান লাশ ওই ডোবায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে।
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবোতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার আব্দুল নগর গ্রামের রাস্তার পাশ থেকে মরেদহটি উদ্ধার হয়। এই কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে কোনো এক সময় কে বা কারা তাকে মেরে ফেলে রাখে। বেলাবো থানার ওসি তদন্ত মাহাবুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের সময় নিহতের নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো।