বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সৈয়দপুরে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:২১
সৈয়দপুরে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে

ভ্যাপসা গরমে নীলফামারীর সৈয়দপুরে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও ডাক্তারদের প্রাইভেট চেম্বারে ডায়রিয়া, আমাশয়, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীদের ভিড় চলছে।

ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষজন তৃষ্ণা মেটাতে শহরে ফুটপাথগুলোর শরবতের দোকানগুলোয় ভিড় জমাচ্ছেন। অনেক মানুষকেই দেখা যাচ্ছে পথে-ঘাটে ডাবের পানি, আখের রস, আনারসসহ ফুটপাথের লেবুপানির দোকানগুলোয় ভিড় করছেন।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সৈয়দপুরের তাপমাত্রা ছিল ৩৫.০৬ ডিগ্রি সেলসিয়াস ও আদ্রতা ছিল ৫৯%।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে গেলে দেখা যায়, হাসপাতালের টিকিট কাউন্টার ও ডাক্তারদের চেম্বারে রোগীর দীর্ঘলাইন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ হোসেন জানান, আবওহাওয়া পরিবর্তন হওয়ায় সাধারণত ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ দেখা দেয়। গরমের সঙ্গে আদ্রতা বাড়ায় ভ্যাপসা গরম দেখা দিয়েছে। হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। বর্তমানে হাসপাতালে ডায়রিয়া রোগী ২০ জন ও শ্বাসকষ্ট সংক্রমণের ৭ জন রোগী ভর্তি রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে