দুই জেলায় নাশকতা মামলায় শিবির ও ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
এ ছাড়া তিন জেলায় আরও আটক ৭
প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:২০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রাম ও দিনাজপুরের খানসামায় নাশকতা প্রস্তুতির মামলায় ছাত্রদল নেতা ও শিবির ক্যাডারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট, কিশোরগঞ্জের বাজিতপুর ও টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে, গরু চোর ও আগ্নেয়াস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রামের শীর্ষসন্ত্রাসী, দুর্ধর্ষ 'শিবির ক্যাডার' মো. সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. বাবুল মিয়া (৪০) নামে এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দারহাটে সহিংসতার অন্যতম পরিকল্পনাকারী সরওয়ার। শনিবার রাত ৯টায় বায়েজিদ বোস্তামী থানার চালতাতলী পূর্ব মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার সরওয়ার বায়েজিদ বোস্তামী এলাকার খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে। তার সহযোগী বাবুল মিয়াও একই এলাকার বাসিন্দা। রোববার সকালে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর বলেন, ১৮ জুলাই কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে বহদ্দারহাট এলাকায় হত্যাকান্ড এবং পুলিশবক্স জ্বালানো, থানায় হামলাসহ নাশকতার ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ ১৯টি মামলা রয়েছে।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, নাশকতা প্রস্তুতির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফকে আটক করেছে থানা পুলিশ সদস্যরা। শনিবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুর রউফ আলোকডিহি গ্রামের মো. আজিজুল হকের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে পুলিশ বাদী হয়ে নাশকতার প্রস্তুতি বিষয়ে খানসামা থানায় দায়েরকৃত ২টি মামলার এজাহার নামীয় আসামি ছাত্রদল নেতা আব্দুর রউফ। তবে এই দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ইতোপূর্বে তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদে অভিযান চালিয়ে পলাতক আসামি আব্দুর রউফকে গ্রেপ্তার করে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় খুলনার্ যাব-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আশিক মাহমুদ শাহিন (৩০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে মোংলা দ্বিগরাজ এলাকার পৌর মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আশিক মাহমুদ শাহিনের কাছ থেকে গুলিসহ একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। গ্রেপ্তার শাহিন মোংলা পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহজালাল পাড়ার শহিদুল ইসলামের ছেলে। অস্ত্রসহ শাহিনকের্ যাব সদস্যরা ওই রাতেই মোংলা থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম খুলনার্ যাব-৬ এর বরাত দিয়ে জানান, আশিক মাহমুদ শাহিন শনিবার সন্ধ্যা রাতে দ্বিগরাজ এলাকায় সন্দেহমূলক অবস্থান করছিল। বিষয়টির্ যাব-৬ গোপনে জানতে পেরে রাতেই অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই র?্যাব-৬ এর এসআই কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রোববার সকালে আসামি আশিক মাহামুদ শাহিনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ রোববার ভোর ৬টায় জুমাপুর সরিষাপুর এলাকা থেকে জনতার সহায়তায় ৩টি গরুসহ ৪ গরু চোরকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন- কটিয়াদী উপজেলার দেওপাশা গ্রামের জালাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩০), করগাঁও ইউনিয়নের কোণাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আলম মিয়া (৩৬), একই উপজেলার ভোনা নয়াহাটি গ্রামের নুরু মিয়ার ছেলে দিদার মিয়া (২১) ও সড়াইল উপজেলার বেলতলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. দীপু মিয়া (৩৫)। এই বিষয়ে কুলিয়ারচর অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান বলেন, তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২নং ঘাটাইল সদর ইউনিয়নের বাইচাইল গ্রামের আ. লীগ নেতা শহিদুল ইসলাম খান ওরফে টিক্কা (৫০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু দমন আইনে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন মামলা অভিযোগ পেয়ে ঘাটাইল থানার পুলিশ তাৎক্ষণিক ২ জনকে আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার বাইচাইল গ্রামের মৃত আতাব আলী খানের ছেলে ১। শহিদুল ইসলাম খান ওরফে টিক্কা (৫০) ও ২। পৌর এলাকার খরাবর গ্রামের হাবিবুর রহমানের ছেলে পৌর যুবদলের সাবেক সদস্য খোকন (৪০) অপর আসামি মনির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ ওসি আবু ছালাম মিয়া পি.পি.এম জানান ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে দ্রম্নত অভিযান চালিয়ে ২ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছি। অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।