'জামায়াত-বিএনপি দেশের সম্পদ ধ্বংস ও মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়' বলে মন্তব্য করেছেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
তিনি বলেছেন, জামায়াত-বিএনপি কোটা আন্দোলনের উপর ভর করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চায়। ইতিপূর্বে জামায়াত-বিএনপি ও তাদের দোসররা বহু চক্রান্ত করেছে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। সর্বশেষ তারা মেট্রোরেল, বিটিভি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগের সাজানো-গোছানো উন্নত সমৃদ্ধ ঢাকাকে ধ্বংস করে দিয়েছে। এমপি রশীদুজ্জামান বলেন, জামায়াত-বিএনপির এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
গত শনিবার সকালে দেশের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের প্রান্তিক দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের পাশে রয়েছে। মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের ন্যায় বর্তমান পরিস্থিতিতেও দেশের মানুষের কোনো দুর্ভোগ হবে না। তিনি কর্মজীবী ও নিম্নবিত্ত মানুষের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মহাসিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুলস্নাহ, আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন, শাহাবুদ্দীন শাহীন, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, দলিল লেখক সমিতির সভাপতি বজলুর রহমান, যুবলীগ নেতা সুকুমার ঢালী, নজরুল ইসলাম, দীপক কুমার, অলকেষ কুমার ঢালী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও সোলাদানা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়নের সাড়ে ১২শ' পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।