দুর্গাপুরে কমরেড মণি সিংহের জন্মদিন পালিত
প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:১৩
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কমডের মনি সিংহের ১২৩তম জন্মদিন পালিত হয়েছে। রোববার কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মনি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কমরেড মনি সিংহের একমাত্র সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহ হক, পারভীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঁঞা, সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, প্রেস ক্লাব সম্পাদক জামাল তালুকদার, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সম্পাদক রুমন কুমার সরকার প্রমুখ। উলেস্নখ্য, কমরেড মণি সিংহ একাধারে ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।