বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নাইক্ষ্যংছড়ির জনগুরুত্বপূর্ণ বাইশারী বাজারের বেহাল দশা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:১১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেহাল দশার বাইশারী বাজার -যাযাদি

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জনগুরুত্বপূর্ণ বাইশারী বাজারটি বেহাল দশায় পরিণত হয়েছে। জেলার জনগুরুত্বপূর্ণ বাইশারী বাজারটি লক্ষাধিক মানুষের প্রাণকেন্দ্র। বর্তমান বর্ষা মৌসুমে বাজারটিতে কাদাপানি ও ময়লা-আবর্জনায় বাজার সদাই করা খুবই মুশকিল হয়ে পড়েছে।

স্থানীয় বাইশারী বাজারের কাচা তরকারি ব্যবসায়ী ফজল করিম জানান, বাজারের অলিগলিতে কাদামাটির জন্য হাঁটা-চলা খুবই কঠিন হয়ে পড়েছে। অনেকে পিছলে পড়ে আঘাত ও পাচ্ছে দৈনন্দিন। দীর্ঘ ২ বছর ধরে বাজার সংস্কারের জন্য পুরনো ভবন ও খোলা বাজারের সেটগুলো ভেঙে ফেলায় অস্থায়ীভাবে পলিথিন টাঙিয়ে ব্যবসায়ীরা কোনো রকম ব্যবসা চালিয়ে গেলে ও ক্রেতাদের রোদে পুড়ে বর্ষায় ভিজে কষ্টের শেষ নেই।

আরেকজন ব্যবসায়ী জালাল আহমেদ বলেন, 'সাপ্তাহিক হাটের দিন আমরা নিজের উৎপাদিত ক্ষেত খামারের ফল-ফলাদি ও তরিতরকারি বিক্রি করে থাকি। পলিথিন দিয়ে মাথা গোঁজার কোনো রকম ঠাঁই করে নিলেও অতি বর্ষা ও বাতাসের কারণে তাও বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়ায় ভিজে ভিজেই বেচাকেনা করতে হয়।'

বাইশারী বাজারের পুরনো ব্যবসায়ী ইউছুপ সওদাগর জানান, নতুন ভবন নির্মাণের শুরুতে বাজারের চতুর্পাশের এলাকা টিন দিয়ে ঘেরাও করে রাখে আজ প্রায় ২ বছর। ফলে হাঁটা-চলাসহ নানা অসুবিধার সম্মুখীন হয়েছেন শত শত ব্যবসায়ী। যার ফলে এক দোকান থেকে অন্য দোকানে যাওয়াসহ চোরের উপদ্রবও বৃদ্ধি পায়। গত কিছুদিন আগে মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে।

জেলা পরিষদের বাজার ইজারাদার ইউনুস বান্টু জানান, বাজারের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মিত হওয়ার পরও খুলে না দেওয়ায় ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ নাই। বাজার সেট খুলে না দেওয়ায় ইজারাও ঠিকভাবে আদায় করতে পারছেন না। তাই চলিত বছর অনেক টাকা ক্ষতির সম্মুখীন হবেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম ট্রেডার্স'র মালিক মো. মহিউদ্দিন জানান, কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটির কাজ সম্পন্ন করেছে গত চার মাস আগেই। বর্তমানে কাজটি জেলা পরিষদের বাজার ফান্ড বুঝে না নেওয়ায় কোনো ধরনের সুরাহা হচ্ছে না। তবে তিনি আগামী ২ সপ্তাহের মধ্যে কাজটি বুঝে দিয়ে নতুন ভবনটি খুলে দেওয়ার কথা বলেন।

বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, নতুন ভবন নির্মাণ হলেও এ পর্যন্ত খুলে না দেওয়ায় ব্যবসায়ীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। অচিরেই নতুন ভবনটি খুলে দিয়ে ব্যবসায়ীদের কষ্ট লাঘবের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, নতুন ভবনের কাজ সমাপ্ত হওয়ার পরই জেলা নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বাজারের নতুন ভবনটি জেলা পরিষদের অধীন। তাই ভবনটি খুলে দেওয়ার দায়িত্ব জেলা পরিষদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে