বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

যারা জাতীয় সম্পদ নষ্ট করে তাদের বয়কট করবেন :ভূমিমন্ত্রী

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ১২:০৯
খুলনার ডুমুরিয়ায় হতদরিদ্রদের অনুদানের চেক বিতরণ করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি -যাযাদি

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, 'মেট্রোরেল যে উপকার করছিল, এখন এক বছর বন্ধ থাকলে ভোগান্তি কিন্তু জনগণের হবে। কারণ জনগণই চলতেন মেট্রোরেলে। মন্ত্রী-এমপিরা চলেন গাড়িতে। সুতরাং জনগণকে সোচ্চার হতে হবে। যারা দেশের জাতীয় সম্পদ নষ্ট করে তাদের বয়কট করবেন।'

রোববার সকালে খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন দপ্তর কর্তৃক সহায়তা সামগ্রী ও বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমিমন্ত্রী আরও বলেন, 'দেশে রাজনৈতিক দল থাকবে এবং বিভিন্ন মতাদর্শও থাকবে, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের সম্পদ মন্ত্রী-এমপি বা কোনো ব্যক্তির নয়, এটা রাষ্ট্রের এবং দেশের জনগণের। এই সম্পদ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যদি নষ্ট করা হয় তাতে ক্ষতিগ্রস্ত কিন্তু জনগণই হয়।'

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস প্রমুখ।

উলেস্নখ্য, অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৯৪ জন দুস্থ ও হতদরিদ্র মানুষকে ৮ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক, উপজেলা প্রশাসন ডুমুরিয়া কর্তৃক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ১০১ বান্ডিল ঢেউটিন এবং প্রতি বান্ডিল অনুকূলে ৩ হাজার টাকা করে অনুদান চেক, স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩টি করে সিলিং ফ্যান, উপজেলা পরিষদ তহবিল হতে বেকার কর্মক্ষম দুস্থ নারীদের মাঝে ৫টি সেলাই মেশিন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বায়োগ্যাস পস্ন্যান্ট স্থাপনকারী প্রশিক্ষণার্থীদের ক্ষুদ্রঋণ ও বিভিন্ন সামগ্রী, সমাজসেবা কার্যালয়ের ২০২৩-২৪ অর্থবছর ২য় কিস্তিতে উপজেলায় নিবন্ধনপ্রাপ্ত ১১টি এতিমখানার অনুকূলে ১৫৮ জন এতিমের অনুকূলে (প্রতি এতিমের জন্য মাসিক ২ হাজার টাকা) ১৮ লাখ ৯৬ হাজার টাকার চেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জন শিশুকে অ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ১২শ' ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫টি করে নারিকেল চারা বিতরণ এবং বন বিভাগ কর্তৃক ডুমুরিয়া সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে সুপারি ও ফলজ চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে