গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, 'বিএনপি-জামায়াতের নৈরাজ্য, প্রতিহিংসার তান্ডবলীলায় দেশের মানুষ হতবাক হয়ে পড়েছে। তারা দেশের সম্পদ নষ্ট করেছে। অগ্নিসংযোগ, মানুষ হত্যারসহ সব ধরনের অপকর্মের সঙ্গে তারা জড়িত।'
শনিবার গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর বাসস্টেশন এলাকায় অগ্নিকান্ডে ভস্মীভূত আওয়ামী লীগ অফিস পরিদর্শন ও চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজখবর শেষে এক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসেল এমপি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে, কেউ পার পাবে না।
গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল গাজী। আরও বক্তব্য রাখেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজল করিম, শেখ সোহেল, বিপস্নব সরদার, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. মো. আলাউদ্দিন, আব্দুল রশিদ, কামাল হোসেন মধু, ইদ্রিস আলী গাজী প্রমুখ।