অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাধবদী পৌরসভা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৬

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নরসিংদীর মাধবদী পৌরসভা পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম -যাযাদি
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নরসিংদীর মাধবদী পৌরসভা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এ সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনঃসংস্কার ও চালু না করা পর্যন্ত অস্থায়ী ক্যাম্প করে মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি কারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রোববার দুপুরে মাধবদী পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, মাধবদী পৌরসভার কাউন্সিলরবৃন্দ। উলেস্নখ্য, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে মাধবদী পৌরসভায় আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পার্কিংয়ে থাকা দুটি প্রাইভেটকার, কয়েকটি মোটর সাইকেলসহ মাধবদী পৌরসভা ভবন পুড়িয়ে দেয়।