চট্টগ্রামে প্রদীপ নাথ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৫
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের উত্তর চান্দগাঁও এলাকায় প্রদীপ নাথের হত্যার বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বিকাল ৩টায় নগরের চান্দগাঁও নাথপাড়া বড়বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শতাধিক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রদীপ নাথের হত্যাকারীরা এলাকার ভূমির দলিল জালিয়াত চক্রের সদস্য। তারা জাল-জালিয়াতির ও অর্পিত সম্পত্তি বিক্রি এবং ভুয়া দলিল সৃজনের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ছাড়া তাদের পৃষ্টপোষকদের বিরুদ্ধে জালজালিয়াতি ও অর্পিত সম্পত্তির বিক্রির অভিযোগে ফৌজদারি মামলা ও দুদকে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। কিশোরগ্যাং লালন-পালনসহ জড়িত রয়েছে নানা অপকর্মে। এসব ব্যাপারে কেউ সোচ্চার হলেই শিকার হতে হয় নির্যাতনের।
বক্তারা আরও বলেন, 'প্রদীপ নাথের হত্যাকারীরা এলাকায় মাদক কারবারের সঙ্গেও জড়িত। তারা প্রশাসনের নাকের ডগায় জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রদীপ নাথের হত্যাকারীদের অপরাধপ্রবণতা বৃদ্ধির কারণে এলাকাবাসী এখন অতিষ্ঠ। আমরা হত্যাকারীদের দ্রম্নত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'