নাটোরের গুরুদাসপুরে ট্রাকচাপায় এক রসুন ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস-ইজিবাইক সংঘর্ষে এক নারীর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেন (৬০) নামের এক রসুন ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। রোববার উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন সিরাজগঞ্জের উলস্নাপাড়া উপজেলার কৈগাতি চরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
জানা যায়, রোববার সকালে পার্শ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার হাটে রসুন কিনতে আসে ব্যবসায়ী শাহাদত হোসেন ও তার ছোট ভাই হাসেম আলী (৫৫)। এ সময় শাহাদত হোসেন দশ কেজি রসুন কিনে অন্যপাশে যাওয়ার সময় সিরাজগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।
হাইওয়ে থানার ওসি আলিমুল আল-রাজি সড়ক দুর্ঘটনায় নিহত শাহাদতের মৃতু্যর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নার্গিস বেগম (৩৩) নামে এক নারীর মৃতু্য হয়েছে। রোববার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নার্গিস বেগম ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী। তিনি পলস্নী সঞ্চয় ব্যাংক ভাঙ্গা শাখায় কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুলস্নাহ হেল বাকি জানান, নড়াইল থেকে ঢাকাগামী রোজিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীর ঘটনাস্থলেই মৃতু্য ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।