জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, 'বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-বিএনপি-শিবির ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল তারা।
রোববার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'যারা এই অরাজকতা সৃষ্টি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।'
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান, সেনাবাহিনীর ২০ বীর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ইসলাম, ৪২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলস্নাহ আল মাসুম, জিন্নাহ আল মামুন, সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ।