বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কয়েদী নবী হোসেনকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছের্ যাব

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
কয়েদী নবী হোসেনকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছের্ যাব

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি নবী হোসেনকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র?্যাব। শনিবার ভোরে পৌর শহরের জগন্নাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র্

যাব জানায়, শনিবারর্ যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পলাতক নবী হোসেন ভৈরব পৌর এলাকায় নিজ বাড়ি জগন্নাথপুরে আত্মগোপনে আছে। সেই সংবাদের ভিত্তিতের্ যাব সকাল ৬টায় নবী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভৈরবর্ যাবের স্কোয়াড কমান্ডার মো. শহিদুলস্নাহ জানান, আসামি নবী হোসেন বেলাবো থানার ২০০৮ সালের ডাকাতি মামলার গ্রেপ্তারকৃত আসামি। সে নরসিংদী জেলার বেলাবো থানাধীন বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আনুমানিক ৩ মাস আগে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠায়। আসামি নবী হোসেনকে নরসিংদী জেলার বেলাবো থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে