ফ্রি মেডিকেল ক্যাম্প
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌরসভার আয়োজনে ছয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলররা। পৌরসভার ৯ ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে সব রকম ওষুধ বিতরণ করা হয়।
বাড়িতে চুরি
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের ঘরে সন্ত্রাসী কায়দায় চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরচক্র তালা কেটে ঘরে ঢুকে সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা হিংসাত্মক ও শত্রম্নতামূলকভাবে ঘরের বিভিন্ন মূল্যবান জিনিস ভাঙচুর ও নষ্ট করে দিয়ে যায়। এ ছাড়া পানির মোটর, ফ্রিজ ও বাথরুমের ফিটিংস ভেঙে দিয়ে যায়। ঘরের সদস্যরা চুরির খবর পায় গত ২০ জুলাই। এ ঘটনায় ২২ জুলাই বাঁশখালী থানায় চুরি মামলা রেকর্ড হয়। বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, চোরদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি ও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করব।
মতবিনিময় সভা
ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সেলিম মোর্শেদ মানিকের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিলস্নুর হোসেন সরকার, সাবেক সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।
প্রীতি ফুটবল
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে খেলার উদ্বোধন করেন- সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বসির আহাম্মেদ, সমাজসেবক আব্দুল বারি সরদার, আলীম সরদার, আকবর আলী সরদার ও দবির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলায় ২-১ গোলে বিবাহিত ফুটবল একাদশ বিজয়ী হয়।
আর্থিক সহায়তা
ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গত শুক্রবার ভোর রাতে বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের হিজলী গ্রামের মৃত মোজামের ছেলে মিঠু, মুকুল ও সাবলুর বসতবাড়িতে আগুন লাঘে। এতে দুইটি টিনসেট ঘর, আসবাবপত্র, ৩টি ছাগলসহ নগদ টাকা পুড়ে যায়। খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু ও গাবতলী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। সেইসঙ্গে সরকারিভাবে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় ইউএনও নুসরাত জাহান বন্যা, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল, কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা জালাল, আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক সুইট, লুৎফর রহমান, জুয়েল রানা, যুবলীগ নেতা কৃষ্ণ কুমার সাহা, জাহাঙ্গীর আলম, সাগর মিয়া, কৃষকলীগ সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারী ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম, ইউপি সদস্য বাবলু মিয়া, জাহাঙ্গীর আলম, মিলন মিয়াসহ এমপি ও উপজেলা চেয়াম্যানের শতাধিক সফরসঙ্গী উপস্থিত ছিলেন।
উপহার বিতরণ
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় হতদরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদের পক্ষ থেকে শুক্রবার সকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ারে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, নূরে আলম জিকুসহ অন্যান্য নেতাকর্মীরা।
খাদ্যসামগ্রী বিতরণ
ম ফেনী প্রতিনিধি
ফেনীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অর্ধ লক্ষাধিক নিরীহ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন নিজাম উদ্দিন হাজারী এমপি। বুধবার বিকালে ফেনীর শহীদ মিনার চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন নিজাম উদ্দিন হাজারী। এসময়ে তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ অনেকে। নিজাম হাজারী বলেন, গত কয়েকদিনের কারফিউ ও নাশকতার কারণে নিরীহ অসহায় মানুষ কাজকর্ম না করতে পারায় কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এটি মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ফেনীতে আমরা ৫০ হাজার নিরীহ অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি।
গোয়াল ঘরে আগুন
ম জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইনিয়নের বাগময়না গ্রামে গভীর রাতে আগুনে পুড়ে ছাই গোয়াল ঘর ও গবাদিপশু। এতে প্রায় ২ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, বাগময়না গ্রামের মৃত ওয়ারিস উলস্নাহের ছেলে আবুল বশরের গোয়ার ঘরে বৃহস্পতিবার গভীর রাত ১টার দিকে আগুনের লেলিহার শিখা দেখতে পান প্রতিবেশী। পরে গ্রামের মসজিদে মাইকিং করে মানুষ জড়ো হয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ আগুনে ৩টি গবাদিপশু ও পুরো গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার ও জগন্নাথপুর থানার এসআই রফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নতুন কমিটি
ম ঝিনাইদহ প্রতিনিধি
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডা. কাওসার হামিদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে সংগঠনের যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ ৯ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সম্মেলন প্রস্তুতি কমিটির স্বাচিপ যশোর জেলা আহ্বায়ক ডা. এমএ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ্ মোহাম্মাদ নাজমুল হকসহ অন্যরা।
নিরাপত্তাসামগ্রী বিতরণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ ও নিরাপত্তাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পার্বতীপুর পৌর অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে শ্যামল বাংলা গ্রিন প্রকল্প-২ সিএইচপিডি ল্যাম্ব। পার্বতীপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ ও নিরাপত্তাসামগ্রী বিতরণ করেন- পার্বতীপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল বাংলা সবুজ প্রকেল্পর প্রজেক্ট কো-অডিনেটর আব্দুস সাত্তার। অনুষ্ঠানে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মীকে এক সেট করে গামবুট, একটি করে চশমা, এক জোড়া হাত মুজা ও একটি করে ভেস্ট প্রদান করা হয়।
আর্থিক সহায়তা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভিক্ষুক পুনর্বাসনের ৩০ জন ভিক্ষুককে উপকরণ ও আর্থিক সহায়তা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা হল মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল বলেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন ভিক্ষাবৃত্তি আর করব না, অপরকে আর বলব না। তিনি আরও বলেন, প্রতিটা মানুষ নিজেকে গড়ার জন্য অবশ্যই শ্রম দিতে হবে। প্রতিজন ভিক্ষুককে নগদ ৮ হাজার টাকা ও উপকরণসহ মোট ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া, মহিলা ভাইস চেয়াম্যান গোলনাহার ফারুক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. কবির হোসেন, কাউন্সিলর মিছির মিয়া প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ির পাইন্দং-এ উদয়ন শরিফ দরবারের তোরণ উদ্বোধন, সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দরবারের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা হযরত শেখ সৈয়দ আবু মোহাম্মদ ইউনুস জ্বালালীর রওজা শরিফে প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরি। দরবার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউপির প্যানেল চেয়ারম্যান বাবু গৌতম সেবক বড়ুয়া, আলতাফ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু মুছা, রেহাউল করিম চৌধুরী টিপু, মো. মুজিব চেন্ধুরী ও আব্দুর রহিম।