দিনাজপুরের কাহারোলে একদিনে ৩ জনসহ ৭ জন আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলায় গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই'২৪ এই ৭ দিনে ৭ জনের মধ্যে একজন কীটনাশক পানে ও ৬ জন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
কাহারোল থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মুকুন্দপুর ইউপির সুন্দইল গ্রামের বাবুলের মেয়ে বেবী খাতুন (২১), ২১ জুলাই উপজেলার রসুলপুর ইউপির ভেলয়া গ্রামের মৃত জগৎ চন্দ্র রায়ের স্ত্রী রোম্বা রানী রায় (৭২), ২২ জুলাই রামচন্দ্রপুর ইউপির ঈশানপুর গ্রামের বাবর আলীর ছেলে হাসান আলী (১৪), ২৩ জুলাই রসুলপুর ইউপির পশ্চিম সাদীপুর গ্রামের রাখাল চন্দ্র রায়ের মেয়ে সেবা রানী রায় (১৯), ২৫ জুলাই একইদিনে গলায় ফাঁস লাগিয়ে ৩ জন আত্মহত্যা করেছেন। তারা হলেন- মুকুন্দপুর ইউপির দেওনাঘাটা গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক অশ্বিনী কুমার রায়ের ছেলে কৌশিক কুমার রায় (৩০), সুন্দরপুর ইউপির গড়মলিস্নকপুর গ্রামের রণজিৎ কুমার বৈশ্যর মেয়ে সোহাগী রানী বৈশ্য ওরফে অনিতা (১৭), রসুলপুর ইউপির নালাপুর গ্রামের কার্তিক চন্দ্র রায়ের মেয়ে ১ সন্তানের জননী শম্পা রানী রায় (৩০) আত্মহত্যা করেছেন।
এদিকে ৭ জনের আত্মহত্যার বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. ফারুকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রায় অধিকাংশ পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ এবং বাল্য বিয়ের কারণে এসব ঘটনা ঘটে থাকে। এ ব্যাপারে প্রাথমিকভাবে থানায় পৃথক পৃথক ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।