গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, 'বিএনপি-জামায়াত পূর্ব পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই নাশকতা চালানো হয়েছে। আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায়িত্ব কার বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে।'
শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি'ের সমন্বয়ে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, 'দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মেহনতি মানুষের রুটি-রুজি বন্ধের চেষ্টা করছে বিএনপি। যার যার এলাকায় চিহ্নিত নাশকতাকারীদের তালিকা করুন।'
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. ফ. ম আসাদুজ্জামান শামীম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোলস্না ও মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস।