ফুলবাড়ীতে খামারের গরু মারা যাওয়ার পরেই সড়কে মারা গেলেন খামারির স্ত্রী!
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নিজ খামারের একটি গরু মারা যাওয়ার কয়েক ঘণ্টা যেতে না যেতেই যুবক জুয়েল রানার সদ্যবিবাহিত স্ত্রী দিশা মনি (১৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা কলেজপাড়ায়।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে নিজের মোবাইল ফোন বন্ধক রেখে চিকিৎসা করালেও তাকে বাঁচাতে পারেননি যুবক জুয়েল রানা। তিনি নিজেও আহত হয়ে এখন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা কলেজপাড়ার আব্দুল খালেকের ছেলে জুয়েল রানাদের বাড়ির খামারের একটি গরু অসুস্থ হয়ে মারা যায়। গরু মারা যাওয়ার শোক কেটে উঠতে না উঠতেই ওইদিন বিকালে যুবক সোহেল রানা তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে পার্শ্ববর্তী শিমুলবাড়ী ছড়ার পাড়ে শ্বশুর বাড়িতে যান।
সেখান থেকে আবার স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলায় বেড়ানোর জন্য যান জুয়েল রানা। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বিকাল ৪টার পরে তারা নিজ বাড়ির দিকে রওনা হন।
ফেরার পথে ভূরুঙ্গামারী উপজেলার তালতলা নামক স্থানে মোটর সাইকেলটি পৌঁছলে সোনাহা স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে জুয়েলের স্ত্রী দিশা মনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। জুয়েল মোটর সাইকেলসহ রাস্তার পাশে পড়ায় তেমন গুরুতর আহত হননি। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখানে জুয়েল নিজের ব্যবহৃত মোবাইল বন্ধক রেখে চিকিৎসা করার চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুক্ষণের মধ্যেই জীবন প্রদীপ নিভে যায় স্ত্রী দিশা মনির।