বাজিতপুরে গরুর বাজার মন্দা, হতাশ ব্যবসায়ীরা

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
চলমান কারফিউয়ের মধ্যে গত আট দিন ধরে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুরে ও নিকলীতে গরুর বাজার মন্দা যাচ্ছে। অর্থনীতির চাকা ভঙ্গুর হওয়ার উপক্রম হচ্ছে। শনিবার দুপুরে বাজিতপুর উপজেলার সরারচর গরুর হাটে ঘুরে দেখা গেছে, এই বাজারে ক্রেতা ও বিক্রেতা অন্যান্য হাটের তুলনায় কিছুটা কম রয়েছে। তবে এই বাজারে অনেক গরু উঠলেও ক্রেতার সংখ্যা অনেক কম। ছোট গরুর দাম ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা। বড় গরুর দাম এক লাখ ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত রয়েছে। ছাগলের হাটে ছাগল খুব বেশি দামে বিক্রি হচ্ছে। সরারচর বাজারের ইজারাদার কবির হোসেন বলেন, বাজারের অবস্থা খুব একটা ভালো নয়। অন্যদিকে নিকলী উপজেলার সাজনপুর গরুর হাটে গত বুধবার সরেজমিন গেলে এই বাজারের পাইকাররা বলেন, 'আমরা যে গরু দাম দিয়ে এনেছি, তা বাজারে এসে প্রতি গরুতে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা লোকশান গুণতে হচ্ছে।' সাজনপুর গরুর বাজারের ইজারাদার আলম মিয়া বলেন, 'গরুর বাজারে পাহাড়াদারদের সম্মানি দিতে গিয়ে এখন এই পরিস্থিতিতে হিমসিম খেতে হচ্ছে।'