রূপগঞ্জে কারফিউ অমান্য করায় হোটেল ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সরকারি নির্দেশনায় চলতি কারফিউ অমান্য করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হোটেল ব্যবসায়ী ও তার কর্মচারীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার নূর ম্যানশন মার্কেটের আলস্নাহরদান হাজি বিরিয়ানির দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। এ সময় হোটেলের মালিক দুলাল ও তার কর্মচারী দ্বীন ইসলাম দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, সরকার ঘোষিত কারফিউকে অমান্য করে হোটেল খোলা রাখায় ভোক্তা আইনের ৫২ ধারায় মালিক ও তার কর্মচারীকে জরিমানা করা হয়।'