ঝিনাইদহে আঞ্চলিক ভাষা সংরক্ষণে সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
আঞ্চলিক ভাষা রক্ষার প্রত্যয় নিয়ে ঝিনাইদহের অনলাইন ভিত্তিক সংগঠন 'ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন'র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সময় গ্রম্নপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠুকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ঝিনাইদহ চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, ফিরোজা জামান আলো, মোরশেদ আলম, নাজমুল হাসান সবুজ, সাইদুল ইসলাম টিটো, মহাব্বত আলী, নিপা জামান, সুরভি ইসলাম, আশরাফুল ইসলাম, জাম্মিম সবুজ, কবি ও সাহিত্যিক এমদাদ শুভ্র, মেহেদী হাসান সুমন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মেন্দি ও আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক ভাষার গবেষক ও ব্যাংকার এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, 'ঝিনাইদহের ভাষা মিষ্টি ও মধুর। এই ভাষায় রয়েছে মাটির টান। আমরা এ জেলার আঞ্চলিক ভাষা হারিয়ে যেতে দেব না।'