বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দেশের প্রতিকূল অবস্থায়ও এগিয়ে চলেছে আড়াইহাজারের উন্নয়নমূলক কাজ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
দেশের প্রতিকূল অবস্থায়ও এগিয়ে চলেছে আড়াইহাজারের উন্নয়নমূলক কাজ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান প্রতিকূল অবস্থার মধ্যেও থেমে নেই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ। দীর্ঘদিনের ভোগান্তি শেষে আড়াইহাজার থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ১১ কি.মি. সড়কের সংস্কার কাজসহ আড়াইহাজার পৌরসভার আনাচে-কানাচে অনেক রাস্তাঘাটের মেরামত কাজ, রাস্তার সংস্কার কাজ এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ এগিয়ে চলেছে পুরোদমে।

চলমান অন্দোলনের সময় পার্শ্ববর্তী থানাগুলোতে অপ্রীতিকর ঘটনার কারণে অস্থিরতা বিরাজ করলেও আড়াইহাজারের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় পরবর্তীতেও এলাকায় শান্তি বিরাজ করছে। তবে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার অংশের পুরিন্দা, পাঁচরুখী, ছনপাড়া ও বাগবাড়ী এলাকায় থানা পুলিশের বিশেষ টিম সব সময় শতর্কাবস্থায় রয়েছে বলে জানান আড়াইহাজার থানার এসআই রাসেল।

আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী জানান, চলমান অন্দোলনে স্থানীয়ভাবে আড়াইহাজারের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং কোনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি। বরং চলমান সংস্কার কাজগুলো এগিয়ে চলছে নিজস্ব গতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে