স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানিয়েছেন, পিরোজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে সিও অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
পরে দুপুরে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান মো. আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউলস্নাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি কেএম মোস্তাফিজুর রহমান বিপস্নব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটির্ যালি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাভেদ নওরোজ আলমগীরের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আওয়ামী লীগ নেত্রী তমা আকতার, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা আওয়ামী লীগ তাসকিনা পারভীন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগ সম্পাদক আনন্দ কুমার শীল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হায়াত মো. তরিকুজ্জামান মনি, সম্পাদক এহসান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি এলাকায় বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এমপির দিকনিদের্শনায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মাস্টার, শহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইকবাল হোসেন, ইসমাইল হোসেন, ইয়াছিন মন্ডল, হোসেনসহ প্রমুখ।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলীতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে কেক কর্তন, বৃক্ষরোপণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক মোস্তফা আলম নাননু, উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন, সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, বিকম ও মেহেদুল, যুগ্ম সম্পাদক সোয়াইব, কৌশিক আহম্মেদ ও রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, বাপ্পী ও লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মানিক, মিলন, পাইলট, শয়ন, মিথুন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মামুনুর রশিদ মোহন প্রমুখ।
দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দাউদকান্দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিলস্না উত্তর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিলস্না উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার শাহজাহান, কুমিলস্না উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বিলস্নাল মজুমদার,নিজাম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক জলিল মোলস্না, খন্দকার সোহেল।
পরে জারীফ আলী শিশু পার্কে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিলস্না উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।