কোটা সংস্কার আন্দোলনের নাশকতার মামলায় নাটোর, টাঙ্গাইলের সখীপুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও যশোরের অভয়নগ ও কুমিলস্নার তিতাস থেকে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও মাদককারবারিসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
নাটোর প্রতিনিধি জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে নাটোরে জুবায়ের হোসেন (২৬) নামে এক সাংবাদিকসহ জেলায় আরও ৯ বিএনপি-জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নাটোর সদর থানায় তিনজন অন্য এলাকায় ছয়জন। গ্রেফতারকৃত জুবায়ের সদর উপজেলার জাঠিয়ান গ্রামের জব্বার মন্ডলের ছেলে এবং নাটোর প্রেস ক্লাবের সদস্য। তিনি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জুবায়ের হোসেন সরাসরি চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এ সংক্রান্ত নাটোর থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে অন্য দুজন বিএনপি ও যুবদল নেতাকে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। উলেস্নখ্য, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় জেলায় এ র্পযন্ত আটটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনে এক এবং সহিংসতার ঘটনায় সাতটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার র্কমর্কতা জালাল উদ্দিন।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বাছেদ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সখীপুর থানা সূত্র জানিয়েছে। শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাছেদ শিকদার পৌর বিএনপি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বাছেদ শিকদারের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, কোটা সংস্কার আন্দোলনের নাশকতার মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল কাশেম ও শ্রমিক নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রাবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শ্রমিক নেতা আশরাফুল ইসলাম বিএনপি রাজনীতির সাথে জড়িত। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে ৪২ লিটার দেশি মদসহ আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৬) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বস্তি থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ বুইকারা গ্রামের বৌবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭ টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৪২ লিটার দেশি মদসহ আরিফুল ইসলাম ওরফে আরিফ নামে এক মাদককারবারিকে আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাস থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ। উক্ত ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের একাধিক মামলার দুইজন আসামিকে আটক করেছে। উদ্ধার হওয়া সিএনজি (অটোরিকশা) শনিবার প্রকৃত মালিকের নিকট বুঝে দেয়া হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ জানান, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আহামদ আলীর মালিকানাধীন একটি সিএনজিচালিত অটোরিকশা বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে চুরি হয়। সোর্স ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ওই সিএনজিটি উপজেলার জিয়ারকান্দি এলাকা থেকে উদ্ধার করে শনিবার সকালে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। তারা দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের একজন উপজেলার মোহনপুর গ্রামের আ. হামিদের ছেলে রহিম (৩৫)। অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মধ্য রায়েরকান্দি গ্রামের আ. রাজ্জাকের ছেলে কুদ্দুস ওরফে বাবু (৩০)। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।