ফটিকছড়িতে আহত ছেলেকে নিয়ে আসার পথে আরেক দুর্ঘটনায় পিতার মৃতু্য

দুই জেলার সড়কে আরও ২ মৃতু্য

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে নিয়ে আসার পথে আরেক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবা। এদিকে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী এক নারী ও সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় (এক্সিডেন্ট) আহত ছেলেকে মেডিকেল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃতু্য হলো বাবা মো. মুছা প্রকাশ টেক্সি মুছার (৫৫)। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দরগা রাস্তার মাথা (শাহজাহান শাহ মাজার গেট) এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত মুছা ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের মো. হাফেজের ছেলে। স্থানীয়রা জানায়, মুছার ছেলে মো. সায়েম কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। সায়েমের চিকিৎসার জন্য এতদিন তারা চট্টগ্রামে ছিলেন। সায়েম কিছুটা সুস্থ হলে শুক্রবার রাতে তাকে বাড়ি নিয়ে আসছিলেন। পথে টমটমের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে। নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান বলেন, 'পাঁচলাইশ থানা থেকে বিষয়টি আমাদের জানিয়েছেন।' গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে শ্যালোইঞ্চিন চালিত গরু বহনের একটি যানের ধাক্কায় বুড়ি খাতুন (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বুড়ি খাতুন উপজেলা কাষ্টদহ গ্রামের মোতলেব হোসেনের মেয়ে। স্থানীয়রা জানায়, বুড়ি খাতুন মানসিক প্রতিবন্ধী। ঘটনার সময় তিনি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বামন্দী থেকে গাংনীগামী একটি স্যালোইঞ্জিন চালিত গরু বহনের যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনার জন্য দায়ী যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই যানের চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।' শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মো. নুরুজ্জামানের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা সদরের নিকটবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টায় বাইসাইকেল যোগে উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের বাড়ি যাচ্ছিলেন নুরুজ্জামান। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামক স্থানে নির্মাণাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেলসহ পড়ে যান তিনি। নির্মাণাধীন বক্স কালভার্টের বাইরে বের হওয়া রড তার মাথায় এক পাশে ঢুকে অপরপাশে বের হয়ে যায়। স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতু্যতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক শেখ আফজালুর রহমানসহ সাংবাদিকরা।