গাজীপুরে গোসলে নেমে দুই বন্ধুসহ তিনজনের মৃতু্য

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃতু্য হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তলস্নাশি চালিয়ে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে। গত শুক্রবার দুপুরে জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের সেতু এলাকায় পানিতে ডুবে মৃতু্যর এ ঘটনা ঘটে। নিহতরা হলো- কাপাসিয়া উপজেলার সনমানিয়া বাজার এলাকার আলতাফ হোসেনের ছেলে ফাহাদ হোসেন (১৭) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৬)। কাপাসিয়া ফায়ার সার্ভিসের লিডার জুয়েল মিয়া জানান, শুক্রবার বেলা ১২টার দিকে কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের সনমানিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদে সেতু এলাকায় ৫-৭ জন বন্ধু গোসলে নামে। একপর্যায়ে ফাহাদ ও তরিকুল হঠাৎ নদীর গভীর পানিতে চলে যায় এবং সাঁতার না জানায় তারা তলিয়ে যেতে থাকে। এ সময় অপর বন্ধুরা তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হয় এবং ফাহাদ ও তরিকুল গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুদের ডাক-চিৎকারে নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিস ও পরে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল দুপুরে ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করে। এর তিন ঘণ্টা পর তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে বাবার সঙ্গে বিলের পানিতে গোসল করতে গিয়ে শিশু ছেলের মৃতু্য হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার নাওলা এলাকার বিল থেকে তার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত শিশু উপজেলার নাওলা এলাকার সৈকত হোসেনের ছেলে কাউছার আহম্মেদ(১১)। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নাওলা এলাকার কাউছার তার বাবা সৈকত হোসেনের সঙ্গে শুক্রবার দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছেলে কাউছার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার বাবাসহ অন্যান্য লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টার দিকে কাউছারের লাশ উদ্ধার করে। স্থানীয় শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।