বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

একদিকে সড়ক উন্নয়ন অন্যদিকে গাছ কেটে সাবাড়

গাছ কাটার সঙ্গে সম্পর্ক নেই :ঠিকাদার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক প্রশস্ততার কাজে এভাবেই কাটা হচ্ছে গাছ -যাযাদি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাধীন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সড়ক প্রকাশ মেডিকেল সড়কের প্রশস্ততার কাজ চলছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এক কোটি টাকার বেশি ব্যয়ে এক বছরের সময় নিয়ে সম্প্রতি সড়কের দুই পাশ প্রশস্ততার কাজ শুরু করেছেন মো. জসিম উদ্দিন নামে এক ঠিকাদার। হাটহাজারী নাজিরহাট সড়ক থেকে শুরু করে পশ্চিমে পুরাতন থানা পর্যন্ত আট মিটার কার্পেটিং উন্নয়ন হবে সড়কটি।

এদিকে, সড়কের দুই পাশে বেড়ে ওঠা দীর্ঘদিনের কিছু গাছ কেটে সাবাড় করছে একটি চক্র। তবে গাছের বিষয়ে জানতে চাইলে সড়কের কাজের শুরুতে রাতের আঁধারে কে বা কারা কয়েকটি গাছ কেটে নিয়েছে বিষয়টি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁনকে অবহিত করেন বলে জানান ঠিকাদার। সড়ক উন্নয়নে দাঁড়িয়ে থাকা গাছের বিষয়ে ব্যবস্থা নিতেও নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হলে তিনি ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।

শনিবার সকালে সরেজমিন দেখা গেছে, কয়েকজন শ্রমিক করাত দিয়ে একের পর এক গাছ কাটছেন। কাদের অনুমতিতে কাটা হচ্ছে জানতে চাইলে তারা পৌরসভার নির্দেশনা আছে জানালেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। এদিকে জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাংবাদিকদের জানান, পৌরসভা থেকে কোনো অনুমতি কিংবা নির্দেশনা কাউকে দেওয়া হয়নি। ইতোমধ্যে ব্যবস্থা নিতে বন বিভাগকে জানানো হয়েছে। স্থানীয় সহায়ক কমিটির সদস্য রঞ্জিত নাথ এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে এর আগে গাছ কাটার সংবাদ পেয়ে পৌরসভায় অবগত করেছিলেন বলে জানান।

রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে এ বিষয়ে এসি ল্যান্ড জানালে দ্রম্নত অভিযান পরিচালনা করে গাছের টুকরোগুলো পৌরসদরস্থ একটি স'মিলের পাশ থেকে উদ্ধার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে শনিবার গাছ কাটার বিষয়ে তাকে কেউ অবহিত করেননি বলে জানান তিনি।

ইউএনও (ভারপ্রাপ্ত) মেহরাজ শারবীন জানান, কিছু দিন আগে গাছ কাটার বিষয় শুনে তাৎক্ষণিক গাছগুলো জব্দ করে মামলার জন্য বন বিভাগকে নির্দেশ দেন। একই ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই পৌরসভার সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে