বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আড়াইহাজারে কাউন্সিলরের বিরুদ্ধে দোকান ভাঙার অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:২৪
আড়াইহাজারে কাউন্সিলরের বিরুদ্ধে দোকান ভাঙার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৫ বছরের দখলীয় সম্পত্তির মধ্যে নির্মিত দোকান ভেঙে পুকুরে ফেলে দিল কাউন্সিলর ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টায় গোপালদী পৌরসভার লক্ষ্ণীবরদী গ্রামে।

এ বিষয়ে দোকানের মালিক বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের জামাল উদ্দিন ৩৫ বছর যাবৎ পৈতৃক সূত্রে মালিক হয়ে জমিতে ঘরবাড়ি এবং একটি দোকান তুলে ভোগ দখল করে আসছেন। গোপালদী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মুমিন বুধবার বেলা ৯টায় তার ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জায়গা জবরদখল করতে গেলে দোকান মালিক তাতে বাধা দেন। তখন মমিন এবং তার লোকজন দোকান মালিক জামাল উদ্দিন এবং তার ছোট ভাই কামালকে মারধর করে ওই জায়গায় নির্মিত শৌচাগার টিনের বাউন্ডারি বেড়া, রান্নাঘর এবং দোকান ভেঙে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এ বিষয়ে কাউন্সিলর মুমিন জায়গাটি তাদের দাবি করে বলেন, 'আমরা আমাদের জায়গা দখল করেছি।'

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানুলস্নাহ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে