বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নীলফামারীতে জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:২৩
নীলফামারীতে জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ

নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হকের বাসভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ মুসলিস্নরা।

শুক্রবার জুমার নামাজের পরে নীলফামারী যুবসামজের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বাবুতারায় জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে হামলা চালানো হয়।

জানা গেছে, অ্যাডভোকেট মমতাজুল হক আলস্নাহর প্রশংসায় 'আলহামদুলিলস্নাহ' নিয়ে কটাক্ষ করেন। এর প্রতিবাদে শহরের বড়বাজার জামে মসজিদ ও কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন মুসলিস্নরা। এ ঘটনায় অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে