বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ধুনটে ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:২৩
ধুনটে ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় মামলা

বগুড়ার ধুনটে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের পর লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ধুনট বাজারের ব্যবসায়ী নিয়ামুল আলম তালুকদার বাদী হয়ে তিনজনের নাম উলেস্নখ করে এবং আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার মহসিন আলম তালুকদারের ছেলে নিয়ামুল আলম তালুকদার ধুনট বাজারে তার পৈতৃক সম্পত্তিতে দুটি দোকান ঘর নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর ধরে কাপড়ের ব্যবসা করে আসছেন। গত ১২ জুলাই জুম্মার নামাজ পর ১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী নিয়ামুল তালুকদারের একটি দোকানের তালা খুলে মালামালসহ আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে তারা ক্যাশ বাক্স থেকে নগদ পাঁচ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ বলেন, প্রকাশ্য দিবালোকে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে