রংপুরে চলাচলের রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। বিষয়টি নিষ্পত্তির জন্য জনপ্রতিনিধিকে নিয়ে এলাকাবাসীর সালিশি বৈঠক হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এতে করে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনাটি নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবা পাইকারপাড়া এলাকায়।
স্থানীয় নুরুজ্জামান জানান, মোজাম্মেল হক নামে স্থানীয় এক ব্যক্তি রাস্তার জন্য ১০ ফুট জায়গা দিয়ে নিজের জমি বিক্রি করেন। রাস্তার নামকরণ করা হয় মোজাম্মেল হক স্মরণী। সাজেদা বেগম নামে এক ব্যক্তি সিটি করপোরেশনে ১০ ফুট রাস্তা দেখিয়ে বহুতল বাসা নির্মাণের জন্য পস্ন্যান পাস করান।
সরেজমিন দেখা গেছে, সাজেদা বেগমের বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে ১০ ফুট রাস্তার কিছু অংশ টিন দিয়ে ঘিরে দখলে নিয়ে দোতলা নির্মাণ কাজ করাচ্ছেন। এতে করে ওই রাস্তাটি সংকুচিত হয়ে যায়। এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলে নানা বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে কমপক্ষে সেখানের ৩০টি পরিবারের লোকজনের রাস্তার ওই অংশটুকু পেরিয়ে আসতে দুর্ভোগে পোহাচ্ছেন।
এদিকে, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিলে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমদেল হোসেন সরকার সালিশি বৈঠক ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। সেখানে অভিযুক্ত সাজেদা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও মোজাম্মেল হকের মেয়ে শিরিন বেগম মহানগর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। এর পাশাপাশি সিটি করপোরেশন মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হয়। বিষয়টি আমলে নিয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে সাজেদা বেগমকে নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, 'ম্যাজিস্ট্রেট না থাকার কারণে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি।'