বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সারাদেশে ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধ

কমপিস্নট শাটডাউনের দ্বিতীয় দিন
স্বদেশ ডেস্ক
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:১৫
জামালপুরে আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ার শেল নিক্ষেপ -যাযাদি

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো 'কমপিস্নট শাটডাউন' পালন করছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন। এতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলন ও বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বরিশাল অফিস জানায়, বরিশালে শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে চৌমাথা হাতেম আলী কলেজ প্রাঙ্গণে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দীন শিকদারের নেতৃত্বে ছাত্রদল, যুবদল জড়ো হয়। এ সময় সাবেক সিটি মেয়র ও মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুলস্নাহর নেতৃত্বে একটি মিছিল ওই স্থান অতিক্রম করার সময় ছাত্রদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জিয়া উদ্দীন শিকদার। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। শুক্রবার বিকাল ৩টা থেকে নগরীর জিসি মোড়, কাচারীবাজার, পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ-বিজিবির সঙ্গে বিএনপি ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ হয়। এতে ৬ জন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক লোক আহত হয়। এর আগে বৃস্পতিবার রাতে আওয়ামী লীগের মহানগর অফিস, ডিবি পুলিশের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা শহরে শিক্ষার্থী ও ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত এক ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে পুরান থানা মোড়ে ছাত্রদলের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে দৈনিক যায়যায়দিনের কিশোরগঞ্জ প্রতিনিধিসহ ৩ সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও শতাধিক আহত হন। আহত পুলিশ সদস্যরা স্থানীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির নামে মডেল থানায় মামলা করেছে। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। এ সময়ে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ১০ পুলিশসহ ৭০ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা ২ ঘণ্টা ভৈরব থানা অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও কিশোরগঞ্জের দাঙ্গা পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দিলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জাবি প্রতিনিধি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে জড়ো হন। পরে বিকাল ৪টার দিকে মিছিল নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। অবরোধ কালে পুলিশের একটি পেট্রোল গাড়ি তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে চলে যায়। বর্তমানে ক্যাম্পাস পুলিশ শূন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে