রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
অবশেষে গ্রেপ্তার

গাড়ি চালানোর আড়ালে ১২ বছর ধরে মাদক ব্যবসা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
গাড়ি চালানোর আড়ালে ১২ বছর ধরে মাদক ব্যবসা

দীর্ঘ ১২ বছর যাবৎ গাড়ি চালানোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় কর?ছি?লেন দুই মাদক ব্যবসায়ী আব্দুল কাদির (৪০) ও আবুল বাশার গাজী (৩৪)। অভিনব কায়দায় পিকআপ গাড়ির লোহার সিটের পাটাতনের নিচে মাদক পরিবহণের জন্য আলাদা বক্স তৈরি করেছিলেন তারা। গত ১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ কাছিকাটা টোল পস্নাজা মহাসড়ক এলাকায় গাড়ি তলস্নাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজা, একটি পিকআপসহ তাদের আটক করে। মাদক ব্যবসায়ী আব্দুল কাদিরের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও আবুল বাশার গাজীর বাড়ি বরগুনার আমতলী থানায়।

গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, 'দীর্ঘদিন যাবৎ আব্দুল কাদির ও আবুল বাশার গাজী গাড়ি চালানোর আড়ালে মাদক পরিবহণ করতেন। গুরুদাসপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে খুবই তৎপর। গত কয়েকদিনেও ৬৩ কেজি গাঁজা, ৯৫ বোতাল দেশি-বিদেশি মদসহ দু'টি পিকআপ এবং প্রায় ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোল পস্নাজা এলাকায় নিল রঙের একটি পিকআপ গাড়ি থামানো হয়। এরপর গাড়ির বিভিন্ন স্থানে তলস্নাশি চালালেও কিছু পাওয়া যায় না। পরবর্তীতে গাড়ির লোহার সিটের পাটাতন কেটে নিচে মাদক বহনের জন্য অভিনব কায়দায় তৈরি করা একটি বক্সের মধ্য থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।'

কতদিন যাবৎ গাড়ি চালানোর আড়ালে মাদকের চালান বহন করছিলেন এমন প্রশ্নে দুই মাদক ব্যবসায়ী জানান, 'দীর্ঘ ১২ বছর যাবৎ তারা পিকআপে অভিনব কায়দায় মাদক বহন করছিলেন। বুধবার বিকালে ঢাকা থেকে ৫৬ কেজি গাঁজা নিয়ে রাজশাহী যাওয়ার পথে গুরুদাসপুরের কাছিকাটা টোল পস্নাজা মহাসড়ক এলাকায় তাদের পুলিশ আটক করে। পুলিশ তাদের কাছে থেকে যে ৫৬ কেজি গাঁজা জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্যও প্রায় ২৮ লাখ টাকা।'

ওসি উজ্জ্বল হোসেন আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে