রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ভৈরবে উৎকণ্ঠা কাটছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
ভৈরবে উৎকণ্ঠা কাটছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন

গত দুই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করায় কিশোরগঞ্জের ভৈরবে সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। নানা শঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠা কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে জনজীবন। স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভৈরব থেকে ছাড়ছে বিভিন্ন রুটের বাস। বাড়ছে সাধারণ মানুষের যাতায়াত।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কমপিস্নট শাটডাউন কর্মসূচি ও পরবর্তী দুর্বৃত্তদের সহিংস কর্মকান্ড রোধে সারাদেশের ন্যায় ভৈরবে কারফিউ জারির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেনাবাহিনী সদস্যদের উপস্থিতির কারণে সাধারণ মানুষ উৎকণ্ঠা কাটিয়ে নিত্যদিনের কাজকর্ম সম্পন্ন করতে ঘর থেকে বের হচ্ছেন।

এদিকে ভৈরব বাজারে বিভিন্ন সড়কে প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ভৈরব বন্দর থেকে নদী পথে হাওড় অঞ্চলসহ বিভিন্ন জেলা ও উপজেলায় পণ্য পরিবহণ করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে