সবাই মিলে একটা সবুজ বরগুনা গড়ব -গোলাম সরোয়ার এমপি

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

বরগুনা প্রতিনিধি
বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেছেন, 'একটা আমের চারা মানেই একটা সংসদ সদস্য, তোমরা আজ থেকে আমার গাছের বন্ধু। আমার দেওয়া গাছের সঙ্গে তোমার একটা গাছ লাগাবে তা হলে দুই বন্ধু একসঙ্গে থাকব। সবাই মিলে একটা সবুজ বরগুনা গড়ব।' বৃহস্পতিবার বরগুনা জেলা স্কুল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ অর্থায়নে বনজ-ফলদ বৃক্ষের চারা বিতরণকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, 'প্রতি বছর আমি ৫০ হাজার করে গাছের চারা দিব। সরকার তো আমাদের অনেক বরাদ্দ দেয়, সেই টাকা কতভাবে কত লোক খেয়ে ফেলে। তোমাদের জন্য যদি প্রতি বছর গাছ দেই তা অনেক কাজে আসবে।' বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার বনজ-ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও দলীয় বিভিন্ন নেতা কর্মীরা।