আশাশুনিতে সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে চলেছে। আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে অন্য ফসল উৎপাদনের পাশাপাশি ধান চাষের জন্য কৃষকরা চাষাবাদ করে থাকেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও মাঠ পর্যায়ে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলায় ৫ হাজার ৯৬০ হেক্টর জমিতে ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জনে মৌসুম শুরুর অনেক আগে থেকে কৃষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আবাদযোগ্য জমি নির্বাচনে কাজ শুরু করেন তারা। এরপর প্রনোদনা ও পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্বাচিত চাষিদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়। প্রনোদনার আওতায় এক হাজার কৃষককে এক হাজার বিঘা জমিতে আবাদের জন্য ধান বীজ ও সার এবং পুনর্বাসনের আওতায় ১১০০ কৃষককে ১১০০ বিঘা জমিতে আবাদের জন্য ধান বীজ ও সার প্রদান করা হয়। কৃষি অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এসএপিপিও ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম জানান, 'মাঠে নিয়মিত মনিটরিং কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিত নিরলস কাজ করে যাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। আমরাও তাদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছি। অবস্থা স্বাভাবিক থাকলে এ বছর প্রতি হেক্টর জমিতে ৩.৭৬ মে. টন হিসেবে সর্বমোট ৩৫ হাজার ৯৪৫.৬০ মে. টন চাল উৎপাদন হবে।'