শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে প্রতিপক্ষের হামলায় কুমারেশ ঘোষ (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত কুমারেশ ঘোষের ভাই ইউপি সদস্য রমেশ ঘোষ বাদী হয়ে ৭ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে উপজেলার দোরাননগর গ্রামের ইউপি সদস্য রমেশ ঘোষ ও বিশ্বজিৎ ঘোষের মধ্যে দীর্ঘদিনবিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে ওই গ্রামের বাবুল ডাক্তারকে বাড়িতে এগিয়ে দিতে গিয়ে সজিব মন্ডল, বসন্ত মন্ডল, আশিষ মন্ডলসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল বাবুল ডাক্তার, ইউপি সদস্য রমেশ ঘোষ ও বিবেক বালার মোটর সাইকেলের গতিরোধ করে লাঞ্চিত করে। এ ঘটনার জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় কুমারেশ ঘোষ (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এ বিষয়ে বিশ্বজিৎ ঘোষ জানান, 'আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করার সুবাদে চট্টগ্রাম থাকি। গ্রামে কি হয়েছে জানি না। তবে, প্রতিপক্ষরা আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করছে।' শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম জানান, সংবাদ পেয়েছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'