রামগঞ্জে চুরির অপবাদে দুই যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার বরিয়াইশ গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে বরিয়াইশ পোলের ঘোড়া নামক স্থানে চুরির অপবাদে চিহিৃত দুস্কৃতিকারীরা দুই যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। সৃষ্ট ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক সজিব হোসেনের মা মনোযারা বেগম বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ করেছেন। সুত্র জানায়, গত বুধবার বিকেলে বরিয়াশ গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক হাসানের অটোরিকশার ব্যাটারী চুরি হয়। রাত ৮টার দিকে স্থানীয় আজাদ ও নুর হোসেনের হস্তক্ষেপে চোরাই ব্যাটারী উদ্ধার হয়। বৃহস্পতিবার বিকেলে পুর্র্ববিঘা গ্রামের ফিরোজ আলম ও বরিয়াইশ গ্রামের মোকলেসুর রহমানসহ ৭-৮ জন আনোয়ার হোসেন নামের একজনকে চুরির দায়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। তাকে উদ্ধার করতে যুবক সজিব হোসেন এলে দুস্কৃতিকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে সুজন ও মুকবুল নামে দুই যুবক আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। গুরুতর আহত সজিব হোসেনকে রামগঞ্জ সরকারী হাসপাতাল এবং বাকিদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত ফিরোজ আলম ও মোকলেসুর রহমান বলেন, 'বিগত কয়েক মাসে এই গ্রামে কযেকটি চুরির ঘটনা ঘটিয়েছে। ব্যাটারী চুরির দায়ে আনোয়ার চিহিৃত হওয়ায় অন্য চুরিগুলো স্বীকার করতে মারধর করেছি। তবে পুর্ব থেকে পায়ের সমস্যা থাকায় সজিব ঘটনার সময় উপস্থিত হওয়ায় কিছু মারধরের স্বীকার হয়েছে।'