নাসিরনগরে দুই মাদকসেবীর কারাদন্ড

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আরিফ মিয়া (২৭) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের চান্দ আলীর ও ছাত্তার মিয়া (২৮) একই গ্রামের আরাজ মিয়ার ছেলে। জানা গেছে, আরিফ মিয়া ও ছাত্তার মিয়া দীর্ঘদিন ধরে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্ণীপুর আশ্রয়ণকেন্দ্রে মাদকসেবন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লক্ষ্ণীপুর আশ্রয়ণকেন্দ্র থেকে মাদকসেবনকারী আরিফ মিয়া ও ছাত্তার মিয়াকে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একই সঙ্গে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। ইউএনও ইমরানুল হক ভূইয়া বলেন, 'মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।'