রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

'দেশের প্রায় ৮ শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে'

চাঁদপুর প্রতিনিধি
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুরে 'বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস' উপলক্ষের্ যালি বের করা হয় -যাযাদি

দেশের প্রায় ৮শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

বৃহস্পতিবার চাঁদপুরে 'বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস' উপলক্ষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আর বলেন, 'বিভিন্ন কারনে অনেককেই পুকুরে বা নদীতে গোসল করতে হয়। তাই আমাদের সবাইকে সাঁতার শেখা প্রয়োজন। শুধুমাত্র সাঁতার নয়, পানিতে ডোবা শিশুকে প্রাথমিক কি চিকিৎসা দিতে হয় তাও শিখতে হবে। সাঁতার শেখানোর ক্ষেত্রে খুব বেশি পরিকল্পনা না করে বাস্তবায়ন করতে হবে।'

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত, শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ। এরআগে সকালে জেলা প্রশাসক কার্যাললের সামনে থেকে এক বর্ণাঢ্যর্ যালি বের হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে