রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মুন্সীগঞ্জে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্ক

যাযাদি ডেস্ক
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
মুন্সীগঞ্জে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্ক

মুন্সীগঞ্জ শহরে কারফিউ চলার সময় আট থেকে দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শহরের খালইস্ট এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান।

ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু হয়। পুরো এলাকা ঘিরে তলস্নাশি চালায় তারা।

বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্থানীয় এক বাসিন্দা বলেন, খালইস্টের মেথরপট্টির কাছে রাত সোয়া ১১টায় হঠাৎ ৮-১০টি ককটেল বিস্ফোরণ হয়। তখন বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খালইস্ট এলাকার বাসিন্দারা বলছেন, কারফিউ জারির পর পুরো জেলাই শান্ত ছিল।

শান্তিপ্রিয় এই জেলায় আতঙ্কের তকমা দিতে কারা এ ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখা দরকার।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, 'এলাকায় আতঙ্ক তৈরির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বা কেউ গ্রেপ্তার হয়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে