রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
যশোরে মতবিনিময় সভায় বক্তারা

যেকোন মূল্যে বেনাপোল স্থলবন্দর সচল রাখা হবে

যশোরে কারফিউ শিথিল করার দাবি
স্টাফ রিপোর্টার, যশোর
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
যশোরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা -যাযাদি

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।  

সভায় জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, 'বেনাপোল স্থলবন্দর সচল রাখার জন্য যা যা করণীয়, আমরা করব। যেকোনো মূল্যে বেনাপোল স্থলবন্দর চালু রাখা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসক আরও বলেন, যশোরের মানুষ শান্তিপ্রিয়। এ জন্য এই জেলায় কোনো সহিংসতা হয়নি। সরকার কারফিউ জারি করেছে। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রকে কেউ হুমকি দিলে কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের বিরদ্ধে যে কেউ আন্দোলন করতে পারে। কিন্তু যারা রাষ্ট্রের  সম্পদ ক্ষতি করতে চায়, তারা দেশের শত্রম্ন। তাদের বিরুদ্ধে প্রচলতি আইনেই ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌর মেয়র হায়দার গণি খান পলাশ,র্ যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুলস্নাহ সিদ্দিকী, জেলা আনসার কমান্ডার সঞ্জয় কুমার সাহা, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়ন-জেইউজে সভাপতি মনোতোষ বসু, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসাইন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হাফিজ উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে